রক্তকরবী
আদ্যিকালের ভাঙা দালানের চাতালে
আজও রক্তকরবী
বাতাসে গন্ধ ভেসে আসে
তখন চোখ দুটো চকচক করে ওঠে
আনমনে ছুঁয়ে দিই দীর্ণ দুটি হাত
দেখি চিরপিপাসার মতো অধীর কৌতুক
আঁকাবাঁকা নকশার মতো উঠে আসে
পাতায় পাতায়
আহ্লাদে উঠে আসি নিঃশব্দে
লেখার টেবিলে
মগ্ন হই কবির লেখায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন