শুক্রবার, ২ জুন, ২০২৩

সুবীর ঘোষ-এর কবিতা

আদিজৈবিক

সকল তরল ছেড়ে

কেন এত রক্তের পিপাসা!

সব রক্ত একদিন ভেসে যাবে

সমুদ্রের দিকে

কে শেখালো ঢিল ছোঁড়া

ছুরিবিদ্যে…     অলসের পরনিন্দাবুলি

কে চেনালো অন্ধকার

হাতেখড়ি মশাল জ্বালাতে?

ভুলে যাই আমরা সব একই নৌকায়;

কোথায় হারিয়ে যাব হাঙ্গরের ঘায়ে!

তবু আমরা সুখ পাই পরের মুখের

চুরিকরা ফল যদি এক কামড়

বাড়তি পেয়ে যাই

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন