সোমবার, ১ আগস্ট, ২০২২

প্রাণজি বসাক-এর কবিতা

সময়ের গান 


এখন আর তোমার গান শুনতে পাই না 

সমস্ত বেড়াজাল পেরিয়ে  পাড় 

অকুস্থল কিনা বুঝি না 


কারো কোনো দোষ নয়

চলমান-চিত্রে সময় বড় বেশি টানে 

যে যার মতো আসে আর শুনে যায় গান


ক্লান্ত দৃষ্টিতে আসে চেনা অচেনা পরিজন মেলা 

চোখে পড়ে না আয়ুকাল মমতা

আষাঢ় শ্রাবণের বৃষ্টি মুখরতা 


দীর্ঘ সময়কাল পর এই অস্থির শহরে … 

এখন আর তোমার গান শুনতে পাই না 

 

1 টি মন্তব্য: