হাঁটা
সূর্যমন তোমায় এখন কোথায় খুঁজে পাবো
অপমানের হাওয়া লাগে গায়
ওই যে বিমল ছেলেটি হেঁটে যায়
ওর কি কোন উদ্দেশ্য আছে?
না শুধু হাঁটা আর হাঁটা ------
আমরাও তো মনে হয় প্রতি মুহূর্তে
হেঁটে বেড়াই
জীবন ভোর হেঁটে চলি----
কখনো প্রতিষ্ঠা পাবার জন্য
কখনো আমার প্রতিদ্বন্দ্বীকে বুঝবার জন্য
বীজ বোনার জন্য, ফসল তুলে আনার জন্য।
দিন রাতে শুধুমাত্র যেন এই চেষ্টা
একটা ছোটোখাটো হাঁটা আরো
কিংবা কোনো বৃহত্তর হেঁটে চলার দিকে
আমাদের চোখ ফেরাই।
আসাধারণ একটা কবিতা।
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন