নিরন্ন
কারোর সাথে শত্রুতা নেই নিরন্নের
অথচ সবাই শত্রু,এমনকি পৃথিবী
অনেক অনেক ঘৃণা গায়ে মাখার শক্তি রাখে এই নিরন্নেরা
পুষ্ট ধানের গন্ধে কী যে মাদকতা
তা নিরন্নেরা জানে
মায়ার পরতে পরতে পুষ্ট ধানের সোনা রঙ
বোঝে শুধু নিরন্ন মানুষ
ঘাম দিয়ে ঢেকে রাখে সে অন্নের বোধ
অন্ন হত্যাকারীর জন্য গোপন ঘৃণা পোষে এই নিরন্নেরা
মায়া থেকে মায়ান্তর পার হয়ে...
নিরন্নেরা রেখেছে কঠিন ঘাসে শস্য চেতনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন