হৃদয়পুর
রাশি রাশি শব্দ ঝরে যাচ্ছে, বৃষ্টির মতো, কদমতলায়
এই রাত বড়ো শুনশান—তাই আমি একা দেখি
বৃষ্টি পড়ে ফেটে যাচ্ছে যেন এই ভাবে জুঁই ফুল ফোটে
ক্লান্ত নাবিক মাঝ গাঙে এই সমাপতন দেখেনি কখনও
এই রাত বড়ো শুনশান—তাই আমি একা দেখি
বৃষ্টি পড়ে ফেটে যাচ্ছে যেন এই ভাবে জুঁই ফুল ফোটে
ক্লান্ত নাবিক মাঝ গাঙে এই সমাপতন দেখেনি কখনও
ঘুমের মধ্যে কেউ নড়ে ওঠে, পাশ ফিরে শোয়
স্বস্তির স্পর্শটুকু হাত বাড়িয়ে ছুঁয়ে নেয় অভ্যেস মতো
মাতাল বৃষ্টির গান ঝমঝম ঝরঝর আনভুবনের সুর
এদিকে একাকী-ব্যথায় ভেঙে যায় কাহার হৃদয়পুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন