সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

অদিতি সেন চট্টোপাধ্যায়


 

অমেরুদণ্ডী

 

বেশ কদিন ধরেই ওদের সংখ্যা বাড়ছে,

বাসেকলেজেইস্কুলে , রাস্তা-ঘাটে ...

হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে

মানুষের মতো,বিশ্বাস করুন,

একদম মানুষের মতো দেখতে

কতগুলি মেরুদণ্ডহীন প্রাণী।

"আপনারা শঙ্খবাবুর কবিতা থেকে এসেছেন বুঝি!”

-প্রশ্ন করলে ওরা শূণ্য দৃষ্টিতে তাকায়.

"মেরুদণ্ডগুলো এখনও খুঁজে পাননি?”

এবার গর্বিত উত্তর আসে

-"বেচে দিয়েছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন