নষ্টালজিক
মেয়েটিকে বিশ্লেষণ করা হলো
প্রবল মায়াবাদে।
স্ব-স্নেহের অসম্ভব শব্দ-শবে সম্মোহিত হচ্ছে সামনের নদীটি
এগিয়ে যাওয়া মোড়ে সরেস রিপু-কোষ গুলো শুকতারা হয়ে দাঁড়িয়ে।
শব্দটি বিশ্লেষিত হলো -- রেপড্ নামে
তারই নিঃশব্দ কালো ছায়া-ছবিতে মোম-আলো দেয়া
হলো।
আপাদমস্তক নস্টালজিক
আমার অসুখ, আর
তার অস্তিত্বে এখন ঝুনো-বরফের ভাষা। আমি কিন্তু দেখতে পাচ্ছি না।
বারবার দৃষ্টি এড়িয়ে চলেছে ছায়ারা, এবং
যতদূর দৌড় দেওয়া যায় রাস্তার ওপর ;
টুকরো টুকরো অভিশাপ চিৎ হয়ে শুয়ে থাকে।
তারই ঠান্ডা বুকের সংগোপনে, আমারই দ্রাব্য সোহাগ
বড্ড বাস্তব
উত্তরমুছুন