উড়াল
নিভে আসা প্রদীপ
আবার জ্বালিয়ে দিচ্ছে কেউ
বাতিল টিকিটের পাশে দূরাগত কান্নার ভিড়
আমাদের মধ্যেকার দূরত্ব বলতে, সময়
বিরতিপর্ব ছুঁয়েই
যাবতীয় হিসেব সাজিয়ে নিচ্ছে ভবিষ্যত
যদিও রেসমাঠের ভেতরও অজস্ৰ রেসমাঠ থাকে
কথা বিক্ষিপ্ত হয়ে এলেই
বাতাসের ঘনত্ব কমে যাবে,
এমন ভাববেন না
ঘুড়ি কেটে গেলেও
থেকে যায় শ্বাস, পাখির উড়াল
প্রিয় কবি, প্রিয়তম কবিতা
উত্তরমুছুন