যায় ছড়িয়ে সেই কবিতা
খুঁজতে থাকি লেখার মতো অনেক কিছু–
স্বপ্নগুলো, আসছে যারা আমার পিছু,
কিম্বা ধরো, ছোট্টোবেলার সেসব স্মৃতি,–
ঝাপসা সুদূর, আজ ক্ষয়াটে যে বিস্মৃতি!
নেই-অবয়ব ভাবনাগুলো পড়ছে ঝরে
বুকের মধ্যে, মাথার ভেতর, বিষম জোরে।
খাচ্ছে তারা দারুণ ঠোকর এ ওর সাথে,–
মিশছে আবেগ, বিক্রিয়াটাও ঘটছে তাতে।
বিক্রিয়াতে উঠলো ফুটে কয়েকটি ফুল–
গন্ধ ছড়ায় তোমার পাড়ায়, পথ যে বেভুল!
ফুল নয়, সে আজ কবিতা, গন্ধ ছড়ায়–
যায় ছড়িয়ে সেই কবিতাই আজ বেপাড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন