জেগে উঠছে আগ্নেয়গিরি স্বতঃস্ফূর্ত জনরোষ
বক্তৃতা-গর্ভ ঝোপঝাড়ে গিরগিটি রং পালটায়
লাল হলুদ সাদা সন্ধ্যামণি ফুটে থাকে থরে থরে
মাঠজমির ইঁদুর ব্যস্ত রাতের অন্ধকারে
জ্বলজ্বল চোখ পেঁচার ডানার শিশির ঝরে পড়ে।
শেষযাত্রায় প্রার্থনার অপেক্ষায় স্তব্ধ কফিন হাসে।
সাহিত্যে এক্সপ্রেশনিজম জেমস জয়েস, ফ্রানজ কাফকা
দুটি হাতে ধরা থাকে গ্রন্থরাজি-সম্ভার।
উদ্বেগহীন মেলে ধরে শরীর মডেল-মডেল খেলা
এক্সপার্ট নীল শাড়ির আঁচলে স্বাধীনতার সিলেবাস
প্রতিবাদ-প্রতিরোধ মোমবাতি আর প্ল্যাকার্ড জমায়েত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন