সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বিশ্বজিৎ

 


সর্গ

দূরত্ব বাড়লে

ততোধিক সুগন্ধ ছড়ায়...

ভেতরভরতি হু হু উদযাপন।

লাল,নীল পাথরে

তুচ্ছ ঘসতে ঘসতে

বেনিয়ম হৃদয়।

বাঁকা হাসিও

কুয়াশা ঘিরে প্রণাম জানায়।



তুমি সব

তুমিই পৃথিবী।

তোমাতেই ভালোবাসা বিরাজ করে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন