রাত আড়াইটে
রাত আড়াইটে ধলভূমগড় থমকে আছে ট্রেন
মাঠের মধ্যে বিন্দু বিন্দু আলো
মাথার ওপর উপুড়চুপুড় চাঁদটা দেখেছেন?
আর সমস্ত কালো!
স্বপ্নে যেমন তরতরিয়ে মানুষ পৌঁছে যায়
কোন্ সুদূরের একান্ত অতলে
তন্দ্রা ভেঙে গেলে কি আর সেই দেশকাল পায়
বাস্তবে তা বলে?
একখানি ট্রেন নিতান্ত নিথর
মনে হচ্ছে, চলচ্ছক্তিহীন
তীব্র চাঁদের ডানায় দেবে ভর
শিরশিরিয়ে তেপান্তরে লীন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন