সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

শম্পা ব্যানার্জি


আলো


আমি আলোর সন্ধানে চলেছি,

আর মাত্র তিনটে দিন,

ঘোর অমানিশায় সুদীর্ঘ বিভাবরী

অন্ধকার গহ্বরে সাজো সাজো রব

এতো লোক, কেউ ছুঁয়েছে মাটি,

কেউ  ছুঁয়েছে, আগুন।

ফেলে আসা কিছু উদ্বৃত্ত ফসলের ভান্ডারে,

প্রতিপালিত হবে, পৃথিবী। 

শূন্যতা দেখি আলোতে, শূন্যতা আছে কালোতে,

অতীত নতুন ; নতুনও সাজে অতীতে।

একদিকে সাজো সাজো রব,

ফাঁকা ঘরে কান্নার রোল

আলো আঁধারের মিশেলে

করুণ বিভাব আলম্বন 

একমুঠো আলো যেন একমুঠো ইতিহাস,

নতুন দেওয়াল দীর্ঘ হয়, দীর্ঘ তার উচ্চতা,

ওপারে এখন জন কোলাহল,

পরিচয় আর পরিচিতি খুঁজে নেওয়ার পালা।

রাত্রি শেষ যামে শুধু শূন্যতা, একমুঠো আলোয়

ঝলসে ওঠে উদ্বৃত্ত  কিছু সোনালি গম

আর সোনালি ধানের ডালা। 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন