সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

প্রসেনজিৎ বাগানী


অভিভাবক

 

রাত পোহালেই বাবা হয়ে যাবো

সন্তানের হাতে তুলে দেবো দশটাকা বিশটাকা

সন্তানের পাঠাবো ইস্কুলে

 

নাইবা গেলাম প্রত্যাশাপূরণের ইউনিভার্সিটিতে

নাইবা খেলাম পুঁটিরামের দোকানে কোনোদিন

সন্তান বাবার পরজন্ম, ওকে

খাওয়ানো-পরানো দরকার

 

দরকারি কাজ বাবা রাখেননি একান্ত আপনার,

কৃষিজ মিছিলে উন্নত অগ্রসর,

ছেঁড়াজুতো পরে ফেরি করতে শিখে নেবো এবার

 

অনুরাধা, তুমিও পারতে

মা হতে


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন