যেদিন বসন্ত
অশ্রু-দাগ শুকিয়ে যাওয়া গালে হাসি ফুটে উঠলে
শীত তার গায়ের চাদরখানি খুলে রেখে দেয় দাওয়ায়।
তারপর সেই যেদিন, তেরচা রোদখানি,
শুখা চোখে ঝিলিক দিয়ে যাবে বলে
যে এক-বসন্ত অপেক্ষা করে আছে,
এসে চাদরের ওপর বসবে,
সেদিন চৌকাঠ পেরিয়ে শীত চলে যাবে
ঝরাপাতা কুড়াতে কুড়াতে...
বাহ
উত্তরমুছুন