সেই কবে থেকে কাক
পাইন বনে রোদ-ছায়া জড়ানো হৃদপিন্ড
ইউক্যালিপটাস খসা বাকল আমার মেঝে
মিশেছে তোর ঘরে বিছানায়
ঈপ্সিতা এখনোও কি তুই বৃষ্টিমুখর উৎলানো তিস্তা
ভুল বানানে লেখা কবিতা ছিঁড়েছি লিখেছি
নিজের আঁকা কালো পোষা পরভৃৎ
পূর্ব-পশ্চিম কোনো জানালা
তীর্থভূম
কোথাও দাঁড়িয়ে বসে নেই
জানিস কী এখনো হেদুয়ার দুপুর
ছায়ার পুঁটলি খোলে গাছগাছালি
বেঞ্চের আবডালে কাদের কথা না-কথার পাহাড়
ইচ্ছেগুলো এখনো চলযাই ফুরফুরে শাজাহান
নির্জন ঘূর্ণি দু'একটা পাকা চুল মুঠি ভরে দিলে মন্দ নয়
আম্মার হাতে হাত কিশোরী এসেছে সাঁতারে
ক্ষয়ে যাওয়া জয়ন্তী নদীর বিকেল সোনাগলা আকাশ
স্বর্ণ ছাই আঙুলে রাখি
ঈপ্সিতা
কাচের ইজেলে তোকেই আঁকি প্রতিদিন...
(কাঠাম-কুটুম শব্দটি অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়োগ থেকে নেওয়া।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন