রবিবার, ১ মে, ২০২২

অমিত কাশ‍্যপ-এর কবিতা

খেলা শেষে  


খেলা শেষ করে ছেলের দল যখন ফিরে গেল 

মাঠের ঘুম এল, বুকের ওপর আকাশ নামল

চাঁদ এল না, মাঠের ধারের রাস্তারা নির্জন হয়ে 

ধারের আবাসনে ঢুকল পরিচিতের মতো

 

এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই 

সর্বত্র সিসি, খোঁজার থাকলে ফোন নং

শান্ত আবাসনের কোনো ঘুম নেই সারারাত 

রাস্তারা খুলে ওঠে যখন সুস্বপ্নেরা দাঁড়ায়

 

রাস্তার কি শেষ নেই, অরণ‍্য যেমন সবুজ মাখে

একটা বিকেল যেমন অন্ধকারকে পাশে বসায়

নমো নমো সন্ধ্যা নামে, হারিয়ে যাবার আগে 

খেলার শেষের আশ্চর্য বাঁশি বাজে যখন 

 

২টি মন্তব্য: