সত্য ও মিথ্যে
তুমি যা দেখো তা-- হয় তো
সত্যি নয়,
বা যেটা এড়িয়ে যাও সেটাই আসল?
বিকেলের রাস্তা জুড়ে যত না
মিথ্যে হাসির আনাগোনা,
তার থেকে মৃত রাতের বুকে
বন্ধ দরজার আড়ালে তীব্র চিৎকার
সে ভীষণ!
এটা খুব একটা নতুন নয়,
ভালো থাকার নাটক চিরকালই ছিল
তবুও রাত হলে যে বড্ড একা লাগে।
তুমি যা দেখো তা-- হয় তো
সত্যি নয়!
কত বাড়ি শুয়ে আছে ছোটো বড়ো
রাস্তার ধারে,
মানুষ শুয়ে আছে মৃত মানুষের পাশে;
হয় তো সবুজ, হয় তো হলুদ বা হয় তো সাদা:
এরকমই সব বাড়ি, উজ্জ্বল বাড়ি
আলো জ্বলেনি কোনো দিন তবে!
এখানে আশা কী জানে না কেউ,
তাদের দিন যায় ভেসে-- মৃত নদীর স্রোতে;
তুমি যা দেখো তা আদৌ সত্যি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন