সূত্র
গাণিতিক সূত্র মিলিয়ে পোশাক খুলছ প্রতিদিন। এইরকম একটা কথা ছড়িয়ে দিতে চাও। অথচ সাজগোজ বা পোশাক খোলার কোনও সূত্র থাকে না। চুম্বনও সূত্র মেনে হয় না আবেগী। বরং সূত্র মুছে দিয়ে চুম্বনের গুঁড়ো আলো ছড়িয়ে দিতে তৎপর আমি। তুমি ঘোড়াদের ছোটার সূত্র দিয়ে প্রেম ও অপ্রেম মাপতে চেয়েছ। রাতের শরীর-গন্ধ বুঝতে শেখাচ্ছ পারফিউমের সূত্র দিয়ে।
কালো রোদ চশমার আড়াল থেকে চোখের ভাষা বুঝতে চাই না, বিশ্বাস করো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন