অন্যায়
তোমাকে দেখেছি কাল,তাতেই দুচোখ অন্ধ হয়ে গেছে, ফের সম্ভাবনা নড়ে চড়ে ওঠে
আকাঙ্খার ধাপগুলি স্বর্গে উঠে গেছে
অন্যায় চোখের নয়,জানি তবু এভাবে ডাক দিতে আছে?
চারিদিকে লালধুলো ঝরাপাতা কৃষ্ণচূড়া
না তাকিয়ে তার কোনো উপায় ছিল না
তবু কুড়িয়ে ছড়িয়ে দিলে তাস
ছেড়ে দিয়ে চলে গেলে মাঝপথে ক্রীড়া
যেভাবে নদীর দুটি মুখ বয়ে যায়
যেভাবে আসঙ্গ লিপ্সায় দুটি ঠোঁট জেগে থাকে একা,তখন থেকেও নেই না থেকেও থাকা
শুধু দিনগত ক্ষয়
এ অন্যায় চোখের নয়, সংবরণ করার কোনো উপায় ছিল না
সত্যিই ছিল না?
এক অন্ধ আরেক অন্ধের কাছে গিয়ে বলে
সত্যিই ছিল না, না?
অন্যায় চোখের নয়,জানি তবু এভাবে ডাক দিতে আছে?
চারিদিকে লালধুলো ঝরাপাতা কৃষ্ণচূড়া
না তাকিয়ে তার কোনো উপায় ছিল না
তবু কুড়িয়ে ছড়িয়ে দিলে তাস
ছেড়ে দিয়ে চলে গেলে মাঝপথে ক্রীড়া
যেভাবে নদীর দুটি মুখ বয়ে যায়
যেভাবে আসঙ্গ লিপ্সায় দুটি ঠোঁট জেগে থাকে একা,তখন থেকেও নেই না থেকেও থাকা
শুধু দিনগত ক্ষয়
এ অন্যায় চোখের নয়, সংবরণ করার কোনো উপায় ছিল না
সত্যিই ছিল না?
এক অন্ধ আরেক অন্ধের কাছে গিয়ে বলে
সত্যিই ছিল না, না?
সুন্দর । ভালো লেগেছে ।
উত্তরমুছুন