বিলকিস বেগম
(বিলকিস বেগম যাকে তাহমিনা বেগম বলে ডাকা হতো)
তাকে নিয়ে কবিতা লেখার কোনো প্রয়োজন ছিলো না,
ঘটনাক্রমে শালিখের ডিম, কার্পাশ মেঘ,
ধূসর চড়ুইয়ের মাংস, তোমরা আমার স্বঁর্ণপ্রভা দিনের
দাগগুলো মুছে দিয়ে যেও,
ঘটনাক্রমে শুভাগত দিনের বদলে এমন একটি দিন
আমাকে দেখে যেতে হলো!
সকলেই ভালো থেকো, আমি ঝরাপাতার প্রশান্ত বিলাপ
শুনছি অবিরাম, নির্জলা সৌরভ সাঁতরে তোমার
স্তনের তীরে ঠোঁট রেখে, নৌকো একখান
ভেসে আছি সমুদ্র সমীপে।
তোমার আতাপাকা গাল, শিশুর মতো লাল দুটি ঠোঁট,
আপত্তি থাকার কথা নয়,
কী অদ্ভুত জ্যোতি অন্তিম প্রহরের সোনালিরৌদ্রে,
তারা-ভরা আকাশ লিখে রেখেছে এইসব প্রাজ্ঞ দিনের কথা।
তোমার স্তনবৃন্ত ঘিরে স্বপ্নাবৃত্তের ধ্বনি, কি জানি কী কারণে
তোমাকে সামনে রেখে——আমার চোখ দুটি ভিজে ওঠে,
আমি তোমার পায়ের নিচে, তটে ——-
ভেজা বালি হয়ে উঠি, আত্মতৃপ্তির। আমার
অযথা মৃত্যু সেদিন বৃষ্টির অপমৃত্যু বলেই প্রচারিত হয়েছিলো।
আবদুর রাজ্জাক: মন্তব্যের প্রয়োজন নেই, যদি ভালো লেগে থাকে,
উত্তরমুছুনতা-ই যথেষ্ট হবে।
ভীষণ ভাল লাগল কবিতাটি।
উত্তরমুছুনধন্যবাদ——আবদুর রাজ্জাক।
উত্তরমুছুন