বুধবার, ১ জুন, ২০২২

নীলাদ্রি দেব-এর কবিতা

শব্দ 


প্রতিটি পিঁপড়ের একক হাঁটা থাকে 

হাঁটার ভেতর দিয়ে যে পথ 

তার শুরু  শেষ বিষয়ে 

         কমবেশি কিছু সেমিনার হল

কিন্তু 

এতো অজস্ৰ মত  পথের ছায়ায় 

   আত্মজ্ঞান  একাগ্রতা...

শব্দ শুধু শব্দ থেকে যায়!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন