আজকাল মানুষ
আমার আঙিনা জুড়ে
রাতের গাঢ় তরল জমেছে।
প্রতিটি রাতে আমার ঘুমের ঘোরে
কে যেন শব্দহীন ভাবে কথা বলে।
বোবাদের মত হয়ে
সে যেন কিছু বলতে চায় আমায়।
আমি ঘুম থেকে উঠে দেখি
শহর তখনও আফিম খেয়ে জেগে।
রাস্তা জুড়ে কত মানুষ হেঁটে চলেছে
অতীতের সাদা হাত ধরে।
ভ্যান গগের আকাশের নীচে
আবস্ট্রাক যত চোখে জল ছবি ভাসে।
শহর ক্রমশ বিকিয়ে যাচ্ছে কাঁচের গ্লাসে
আর মানুষ মাথা রেখেছে ফ্রয়েড-এর কোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন