বুধবার, ১ জুন, ২০২২

সুবীর সরকার-এর কবিতা

দৃশ্য


ছুঁড়ে দেওয়া বল তো তোমার দিকেই ফিরে আসে।

এত যে ঘোরানো সিঁড়ি।

হাঁসেদের চলাচলের কোন গ্রামার নেই

নদী কে একটা বিস্তার দিতে হয়

জন্মান্তরের পরিসরে ঘোলাজলের 

                                           মাছ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন