বুধবার, ১ জুন, ২০২২

অমিত কাশ‍্যপ-এর কবিতা

আজ আনন্দ 

 

দুপুর গড়িয়ে বিকেল আসতেই সেই হলুদমাখা শহর 

কতদিন দেখা হয়নি, বেরনই হয়নি 

অনেক দিন পর, ভিড় যেন সেই আগের মতো

অফুরান, দ্রুততাও, সেই আগের মতো

যেন ফিরে যাচ্ছে ব‍্যস্ত প্রেমে

 

আজ অনেক দিন পর শহরের মন খুশি খুশি 

যেন একটা অস্থিরতা লেগেছিল, থেমে গেছে 

থমথমে, ভয় ভয়, ভয়ংকর কিছু ঘটেছিল 

এখন আর নেই, মুহূর্তে পটপরিবর্তন, স্বাস্থ্যগাড়ির লাল সতর্কতা

এখন অনেক স্থিমিত, সেই কোণে কোণে যেন অদ্ভুত মুখোশের ছায়া 

আজ আর নেই, কেমন শান্ত হয়ে গেছে পৃথিবী 

এমনটাই তো আশা ছিল, এমনটাতেই তো আনন্দ ছিল 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন