সুখে-দুঃখে বোনা অভিমান
কথা বলতেই এসে ছিলাম
ফিরে যাচ্ছি মৌন স্বপ্নে
মেঘ কল্পনাবিলাসী
শিরিষের উঁচু আকাশে
লুকোচুরি সারাদিন
সুখে-দুঃখে বোনা
তোমাদের কাছে রেখে গেলাম অভিমান।
বিকেলের সূর্য ডুব দিয়েছে জলে
ফিরে যাচ্ছি মূক জ্যোৎস্নায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন