মা ও রবিঠাকুর
যখন কোনো ভালো কথা শুনি
রবিঠাকুরের মুখে বসাই।
পরে জেনেছি ‘অজ্ঞাতনামা’ শব্দটিকে
মোটেও সেই ভদ্রলোক এমন বলেনি।
যখন শৈশবে কেউ কিছু প্রশ্ন করতো
বলতাম : মা জানে।
মায়ের মুখে যে কোনো গান মনে হত
রবীন্দ্রসঙ্গীত।
মায়ের সঙ্গে রবিঠাকুরের কোনো সম্পর্ক আছে কিনা
জানিনা।
যার কেউ নেই তার ঈশ্বর আছে।
ঈশ্বরের নারী রূপ কি মা,
পুরুষ রূপ রবিঠাকুর?
ঈশ্বরের নিশ্চয় কাশ্যপ গোত্র
মহাশূন্যের কৃষ্ণকূপের মতো
সবাইকে বুকে টেনে নেয়।
জগন্ময়
উত্তরমুছুনতেোমার কবিতা ভালো হয়েছে।
কবিতার পঙক্তি সত্যি কথা কবিতার ভাষায়।