বুধবার, ১ জুন, ২০২২

রবীন বসু-র কবিতা


জন্মের ঋণ


গতজন্ম থেকে পেড়ে আনি ফল গতরের সোয়াদ

আমার নিষিদ্ধ জীবন তাতা-থৈ আর গূঢ় সাম্পান

স্রোতহীন জলে তবু অনায়াস ভেসে থাকা আহ্লাদ

পরমায়ু মেপে নেয় আক্ষরিক সংক্রান্তির ঝাঁপান।


অবশিষ্ট রাত্রি দ্যাখে তন্ত্র মতে পৈশাচিক সাধনা

শ্মশানের লোহিতশিখা উজ্জ্বল আকাঙ্ক্ষামথিত

চিতাভস্ম থেকে উঠে আসে প্রেম, পরাজয় প্রেরণা

প্রত্যাশা অধিক তবু বিনিময় হয় অসমর্থিত।


তান্ত্রিকের গতজন্ম ধরে রাখি অমসৃণ তালুতে

জীবাশ্ম তাকিয়ে আছে অহরহ পলকহীন চোখ

পদচিহ্ন পড়ে শুধু তপ্তখার কিশোরী বালুতে

ধর্ষণের রক্তস্রাব তুলে আনে করুণতম শোক।


ব্যথার বিষাদলিপি অন্ধকারে মুখ ঢেকে রাখে

আমার জন্মের ঋণ প্রতিবাদে রক্তস্রোত মাখে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন