অনুদিত জাহাজ
তোমাকে অনুবাদ করবার জন্যে
মাপছিলাম সেন্টিমিটার,
তুমি জিজ্ঞেস করলে, নীল জলের মানে?
উত্তরটা জানতাম না।
সমুদ্রযাত্রার কয়েক দিন পরে
নির্জন লাল খামে তুমি উপহার দিলে
অনুবাদ করা জাহাজ!
জাহাজের ওড়নার মতো তখন থেকেই আমি
উড়ছি, তোমার সাথে উড়ছি!
কবিতা ভাল লাগলো
কবিতা ভাল লাগলো
উত্তরমুছুন