বুধবার, ১ জুন, ২০২২

সুবীর ঘোষ-এর কবিতা

রাক্ষসের স্বাক্ষর

রাক্ষসের স্বাক্ষর নিতে গিয়ে

পৌছে গেছি পূতিবন্দরে;

নদী তরঙ্গের আয়না ভেঙ্গে ভেঙ্গে

পুলটিস বানাচ্ছে।

নদী কারোর কথা শোনে না--

পাথর বা পাষন্ড

কেউই মুখ তুলে কথা বলতে পারে না।

রাক্ষস একমাত্র সেখানেই সভা ডাকে।

দুর্বৃত্ত কুঠার দেগে দেবার আগেই

পাখিরা ভেসে যায়।

গামছাবোনা রঙ নিয়ে বিকেল আসে।

মানুষজনের  চিৎকারে

এদিকের ঘরবাড়ি বন্দরের ওপারে চলে যায়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন