কবিতা (১২১)
বিপর্যয় ঘনিয়ে আসছে, এসময়ে
কী-ই বা দিতে পারি বলো...
অন্তিম অক্ষরগুলো জট বাঁধা সুতোর মতো
জমে আছে। নক্সা তাই অসমাপ্ত থেকে যায়
চারণ ভূমিতে গড়ে ওঠে বালির পাহাড়
এবং শুকনো দেশের খেজুর
পেটি হয়ে চলে গেছে বার্লিন শহরে
বিপর্যয় মোকাবিলার জরুরী বিজ্ঞপ্তি
পেয়েছো নিশ্চয়ই—হারিয়ে ফেলো না
এ অস্থিরতায় আমি শুধু অক্ষর খুঁজছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন