বুধবার, ১ জুন, ২০২২

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

উদ্বেল আমি

তুমি কি তেমন  যা চেয়েছি আমি     

কাছে গেলে মনে হয়  তেমন গভীর নও

যতবার ডুব দিই তল পাই না তোমার

যদিও জানি অনন্ত সম্ভার লুকোনো আছে

গভীরে। 

দুচোখের দেখাতে এতো সুন্দর মনে হয় 

যেন এক মায়াময় চাঁদনি রাত হাত বাড়িয়ে

ডাকে। 

গোপন সোহাগে জেনেছি আমি 

তুমি কোহিনুরের থেকেও দামি

আমার কাছে। ভালবাসা সেই তোমার

অহংকার আমি উদ্বেল হয়ে আছি 

তোমাকে কাছে পেতে। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন