উটপাখি
কোথাও শূন্যতা নেই
চারিদিকে গিজগিজ করছে
পূর্ণতা
কোথাও অন্ধকার নেই
চারিদিকে আলোর ঝরনা
অথচ লক্ষ করে দেখো আলোর
নিচে লুকিয়ে থাকে অন্ধকার
দুঃখের সমান্তরালে ছোটে
প্রমিত সুখের উটপাখি।
আমরা প্রত্যেকেই
এক একটি উটপাখি
পাখি হয়েও যে উড়তে পারে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন