বুধবার, ১ জুন, ২০২২

গোবিন্দ ধর-এর কবিতা

মা 

 

-তে কাঁটাতার

আটকে আছে

এপার ওপার

দুপারে দুই-মা।

 

বাংলাভাষা মা

বর্নমালা মা

মাতৃভাষা মা

 

সব 'টা তার উগলে চলো

বাংলায় ডাকি -মা।

 

২১:০২:১৭

বেলা:১১:২২টা

আগরতলা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন