বুধবার, ১ জুন, ২০২২

তমোজিৎ সাহা-র কবিতা

শূন্যতা

স্মৃতির সিঁড়ি বেয়ে বেয়ে
ক্রমশ শূন্যতার দিকে হাত বাড়িয়েছি

শূন্যতা ছাড়া কিছুই পাওয়ার নেই
জানিশূন্যতাই আমাদের শেষ ঠিকানা। 

1 টি মন্তব্য: