আজকাল চোখ বুজে থাকতেই ভালো লাগে,
আজকাল চোখের পাতা শাটার বন্ধ করলেই
স্পষ্ট তার পায়ের ছাপ অস্ফুট অবয়ব দেখি।
জ্যা এ আটকে থাকা কামান্ধ শর
জরাগ্রস্ত ধনুক নিয়ে পদচারণা করে একমনে বিষন্ন নিষাদ,
ঘন জঙ্গলের আবাদি একটানা
বৃষ্টিতে বাড়তে বাড়তে জুরাসিক যুগ ছুঁয়ে যায়।
নিষাদের আগুনে চোখ মাঝেমাঝে ঘোরে
সার্চলাইট চিরে যায় হাড় রক্ত মাংস শিরা উপশিরা,
সারা দেহে জ্বালা ধরলেই সে এগিয়ে আসে-
শিকারী চিতার মত কাঁধে তুলে নিয়ে যায়
ওপারে নির্জন গুহায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন