বুধবার, ১ জুন, ২০২২

বিদিশা সরকার-এর কবিতা

তুহিনা প্রলেপ

ঘুম নেই। বিষয় যদিও ঘুম নয়। বলা-- অতিবলা বাণ নিক্ষেপের পর জাগ্রত প্রহরীর মত একটা 
লাইটপোষ্টের আত্মকথা হয়ে।
মরশুমি ফুলের গন্ধ নেই, শুধু রং।হয়ত তাই রং নাম্বারগুলো নিজের গরজেই আসে অথবা ফিরে যায়। 
ফিরে যাওয়াও কোনো বিষয় নয়। বিষয় লক্ষ্মণরেখা। নির্দেশ পালনের চরিতার্থতা তৃতীয় সর্গের পরে 
ঝিমিয়ে পড়ছে। অতএব জাগরণের বাস্তবে আর্সেনিকগ্রস্ত একজন হয়ে তুহিনা প্রলেপ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন