শুক্রবার, ২ জুন, ২০২৩

এস এম তিতুমীর-এর কবিতা

শিলাইদহের সন্ধ্যা

গড়াই, কাঠ হয়েছে তা কি জানেন!
শুনেতো অবাক। হ্যাঁ, এখন পায়ে হেঁটেই পেরুনো যায়
শাজাদপুরের শিশির রায়- তাই জানালো
পদ্মার ঢেউ নেই, স্রোতে ভাসেনা পাল তোলা নৌকা
দেখবেন, রবীঠাকুরের বোটটিও উঠে আছে টং চাতালে
কুঠিবাড়ির লাল রং-তাও  না জানি কোন পাতালে
আষাঢ়ের ঘনবর্ষা এখন ভাসায় না দুকূল, ভিড়েনা ঘাটে খেয়া যতো
শুধু দেখবেন শিলাইদহ ছাড়েনা পিছু
পুরাতন ভৃত্যের মতো। এসব স্মৃতির আধিপত্য একচ্ছত্র
নিজেকে ভাগ্যবান ভেবে নেবেন-যদি পান তার ছিন্নপত্র
যেতে যেতেই সন্ধ্যা হয়ে এলো উকিলের রাস্তা ধরে
লালন, গগন হরকরার গানে শঙ্খ হয়ে এলো বেলা
‘দ্বার খোল দ্বার খোল’- এ কোন মিনতি পঁচিশে বৈশাখে
সবুজ ধানের পাতায় আমার সোনার বাংলা
তুমি নেই- আছে তাপ আছে শোক
শিলাইদহের গোধূলি তরঙ্গে ধ্বনিত হয়
‘মোর নাম এই বলে খ্যাত হোক/আমি তোমাদেরই লোক’

 

1 টি মন্তব্য: