সোমবার, ১ নভেম্বর, ২০২১

ইয়াসিন আযীয-এর কবিতা


বন্ধু : স্মৃতি শুধুই ছবি

আমার পাশে আমার বন্ধু, আমি বন্ধুর পাশে

সহজ সরল মুখখানি ওরমিষ্টি হাসি হাসে;

আজ -নেই, আমিও নেই! স্মৃতি শুধুই ছবি

কবিতা আমি লিখি ঠিকই, - প্রকৃত কবি।

 

কাছে-দূরে আছে, আমি কোথায় আছি?

বিভ্রমে হারিয়েছেআমি স্মৃতি নিয়ে বাঁচি।

ধর্মের মিছে ঝঞ্ঝায় ওর জীবন এলোমেলো

দেশভাগের রেশ আজও... বন্ধু হারিয়ে গেল!

 

মহাকাশ ভ্রমণ শেষে রকেটও আসে ফিরে

তুই- শুধু আসলিনা বন্ধু তোর জন্মনীড়ে।

এক ভাষা, এক কৃষ্টিসমান্তরাল পরম্পরা...

দু'হৃদয়ের মাঝে মানিনা কাঁটাতারের বেড়া।

২টি মন্তব্য: