সোমবার, ১ নভেম্বর, ২০২১

গিয়াস গালিব-এর কবিতা


জাজফ্রেন্ড   

(উৎসর্গঃ সামতান রহমান কবি,ভাজনেষু)

 

যতোই উচাঁ হউক 

আকাশ সমান উঁচা

সময়ই পেড়ে নেই সময়পাখির ডানা 

 

পায়ের ভিতর আরেক পা

পথের ভিতর আরেক পথ

কে আসলো, গেল 

কার কি আলাপ, এইসব থাক্ 

 

কখখনো কখখনো না রাখারও থাকে স্বাধিকার 

কেউই প্রতিশ্রুতির দাস নয় 

 

আক্কেল ধুলে যায় কি স্বভাবকলুষ?

 

কখনোসখনো কোনো কোনো ব্যাপারে আগ বাড়াইতে নাই,

চলে যাওয়া নয় 

নেই, কেবল রেখে যাওয়াটা। 

উত্তরোত্তর কথা নিয়নভোরে চা'বাগিচায় হাঁটতে হাঁটতে বলেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন