ষড়শত্রু
ভাদ্রের পূর্ণিমা
মিলিত হবার দিন
নতুন মাটির পর
সিজদায় অবনত
বীজ ও শস্যের ঋণ।
বৃষ্টির গন্ধে মায়াবী যাদু
মাংসে যোগ হয়
আগুন ও জলে,
আমাদের যুদ্ধ
কেবলই স্থলে।
রিপুদের বাড়িঘরে
জানালা, কড়ি-বর্গায়
দাঁড়িয়ে এসব ছায়া
মানুষের মতো লাগে!
তবু কাম ক্রোধ
নিবারণ করে
লোভ, মোহ পরাজিত
অহংকার অসুয়া
শত্রু পদানত ঝরে।
মানুষের কত ঋতু
এইভাবে বুঝি
পাড়ি দিতে হয়
আমাদের রিপু
আমাদের ঋতু
পরস্পরে গড়াগড়ি খাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন