নিজের হাতে খুন করেছি গতকাল
নিজের হাতে খুন হয়েছি গতকাল
বরাহ বর্তমান এখন
আমায় ফিরতে দিচ্ছে না কিছুতেই
অথচ অর্বাচীন ভবিষ্যত
কাউকে কিছুই না বলে
চুপিসারে সরে গেছে
ঠিকানাহীন অনিশ্চিত গন্তব্যে
চিন্তাঘরের চকচকে চাবি
বালিশের নীচে রেখে
বেরিয়েছিলাম তত্ত্ব তালাশে
অবেলায় ফিরে দেখি
দরজায় ঝুলছে যুক্তির তালা
দৃষ্টি নিবদ্ধ ছিলো উৎসুক দৃষ্টিতে
মুহূর্তগুলো পেরিয়েছে যুগ
মনের নাগাল পায়নি মন
জানিনা কেন সে উচাটন
সারাবেলা সারাক্ষণ
অথচ আমার গুরুতর প্রেম নিয়ে
পক্ষীকূলেও চলছে লঘুৃ হাস্য -পরিহাস
বলো কে থামাবে ওদের ক্রমবিবর্ধিত কোরাস
আর কেইবা করবে আমার
ভালোবাসার অন্তিম সৎকার
আমি নিজের হাতেই তো খুন করেছি গতকাল
তখন কিসের আমার বর্তমান
বলো কিসের আবার ভবিষ্যত....
০৮ অক্টোবর ২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন