আবডালে ছায়া ও শবের নামতা
এক চোখ শূন্যতায় আঁকা আস্ত শরীর
সদর দরজা ঠেলে পূর্বপুরুষের গান
এসব গেঁথে কোনো কবিতার আদল
বিশ্বাস করতে ভয় হয় আজকাল
কর্পূর উবে যায়
উবে যায় চিরায়ত চিন্তা, কল্পনার রাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন