সোমবার, ১ নভেম্বর, ২০২১

অমিত কাশ‍্যপ-এর কবিতা


ভালো আছেন 

ভালো আছ বলতে ফিরে তাকাই

বিস্মিত হই, এত সকালে কে হতে পারে 

ফিরে তাকাই, কেউ তো নেই, তবু 

বিমর্ষ হই, এই সকালে কে হতে পারে 

ভালো আছ শুনিয়ে অদৃশ্য হলেন

 

সত্যি বলতে সময় ব‍্যস্ততাকে পাশে নিয়ে 

বাজার দোকান টুকিটাকির পর অফিস 

কেমন করে অফিসই যেন সামনে দাঁড়ায়

ভাবখানা, কেমন আছেন, ভালো তো

আশ্চর্য ভালো বলতে ইচ্ছে হয়

 

ইচ্ছে তো অনেক কিছু হয়, যেমন 

বেড়ে ওঠা বয়সের কাছে নিচু হয়ে 

বলি, থাম না, অনেক তো হল

এবার পেছনে পেছনে ফিরে তাকাও 

কেউ না কেউ বলবে, ভালো আছেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন