গলে জল হওয়া বরফের টুকরো নিয়ে কি করবো
আমি!
আলো মৃদু হয়ে আসে।
ভেঙে যাওয়া সম্পর্ক থেকে নুতন করে ঘাস গজাতে
থাকে
ডুবে যাওয়া কামানের শোক।
কুয়াশা ও ক্লান্তির ভেতর হাই তুলি
আমরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন