সোমবার, ১ নভেম্বর, ২০২১

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা


স্টেশন ও ট্রেন

ট্রেন এসে দাঁড়ায় স্টেশনে

          আমি দাঁড়াই না!

 ট্রেনে উঠি না!

 

 ট্রেন হুইসেল বাজালেও--হৃদয় বাজে না,

মস্তিস্ক করেছে আগেই এলার্ট!

     তাই তো হুইসিলও কাজে আসে না!

 

 ট্রেন যে স্টেশনে দাঁড়ায়--

কৌতূহলেও  সে স্টেশনে পা রাখি না!

আগেই বুঝেছি-- স্টেশনের রেলগাড়ি

               কোথায় কোথায় যায়

কোথায় যাবার তাড়নায়--হুইসেল বাজায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন