মুখর মেঘের তাঁবু
১.
রাতে সব আলো নিভে গেলে
উঠে আসি ভাঙা ছাদে
টের পাই ভাঙনের পাশে জমে উঠছে
ঝাঁকড়া অন্ধকার
এদিকে পুরনো স্মৃতি কায়দা করে
ঠেলে দিচ্ছে গাঢ় রাত্রির কুয়োয়...
২.
শূন্যতায় ডুবতে ডুবতে ভেসে উঠি
বাতাস ম্যাজিকে...
বাতাসদশা বুঝি একটা অপ্রস্তুত শোক!কী এক ব্যথায় যেন
হয়ে পড়ি বর্ণহীন
বিষণ্ণ বাতাস পার করে
আকাশপটে ঘোর চঞ্চলতা , ঝাঁক ঝাঁক ফুটে উঠছে নক্ষত্র প্রতিমা
তারা সব এমন উজ্জ্বল
আমার বিরক্ত লাগে,মনে হয়
আলোর জোনাকি ছিঁড়ে ডেকে
নিই মৃতকাল...
৩.
ক্ষত মুছে দিতে যারা এসেছিল কাছে
আমাকে কাঙাল করে ফিরে গেল
স্বপ্নবাজ আলোকিত মুখ।
কেউ নেই কিছু নেই ...
কালো আকাশের নীচে
পড়ে আছি একাকী অবুঝ ...
৪.
জানিনা, কতক্ষণ এভাবে...
মৃদুমন্দ করবী ঝাপটায় চোখ খুলি,
দেখি, আমার শরীর পরে ছায়া ছায়া
ছিঁড়ে আছে মুখর মেঘের তাঁবু
দীর্ঘ রাত্রি পর যতদূর স্মৃতির সুবাস
প্রণয় উজাড় করা সেই কণ্ঠস্বর!
'ওগো শুনছো,ঘরে যাও
বৃষ্টি এলো বলে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন