রবিবার, ১ আগস্ট, ২০২১

আফজল আলি-র কবিতা


কাঁচা শব্দের আদমসুমারি

কিছু কাঁচা শব্দের আদমসুমারি  , ওরা চিৎকার করছিল
এমনটা ভেবে নয় যে একটি সন্ধিক্ষণ আসলে সংযুক্ত
বিষন্ন রাতের ওভারডোজে গুঁড়ো হয়েছে মাথা
ভাবা হয়েছিল ওরা তা গ্রহণ করবেআদপে এখন ফাঁকা
নরম মানুষটির হৃদয়ে একটা গোলাপ
কেবলই না দেখার হতবাকে গড়িয়ে যায়
কোদাল দিয়ে কোপানো হচ্ছিল সেই বীভৎস স্বপ্নের বুক
একটি রাজহাঁস চরছিল পাশে যেন কিছুটা আকুল
যুক্তির বিন্যাসে আসলে না বলা কথাগুলো এসেছে
ছাদ থেকে তোমার নামের মতো অল্প বাঁক
এমন ব্যাপার সত্যিই ছিল না কখনও ছুটতে হবে আরো
কী খুঁজতে চাইছে সর্বনামের ভিতর নেমে আসা কোমর
না না এভাবে তো সম্পৃক্ত হওয়ার নয়
মেঘের ভিতর অচিন পাখি , কবিতা তোমাকে ডাকি
জীবন নাকি থমকে যাচ্ছে  , কী যে করি ,   বলাৎকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন