কষ্টানুকাব্য
আঁচড়েরা সাদা রঙে প্রাথমিক বাস করে,
থার্মোকলের ওপর ডেনড্রাইটের বিন্দুছাপও
দীর্ঘ ক্রিয়া প্রতিক্রিয়ার বিতর্কে জড়ায়,
কোনো কোনো দাগও গভীর ক্ষতচিহ্ন হয়।
আজ রাত্রি আর ঘুমের ডিভোর্স হয়েছে মিউচুয়াল,
আজ শব্দগাছ প্যারালাইজড হয়ে
মুখ থুবড়ে পড়ে চৌকাঠের ছায়ায়,
আজ কষ্টানুকাব্য পরস্পরের গলা জড়িয়ে
থম মেরে বসে, মুখ লাল, ছলছল চোখের মনি।
সাতশো কোটি মানুষেরা সবাই ভালো
থাকতেই চায় এই কুশন্ডিকা উত্তরকালে,
দুই মেরু কাছাকাছি এলে
বেশি শতাংশই পিছলে পড়তে থাকে
মহাশূন্যের কালো গভীরতায়
ধূমকেতুর মায়া ল্যাজে
বহির্ব্রহ্মান্ডের গ্রহানুপুঞ্জে।
দেখতে দেখতেই সিগারেটের প্যাকেট শূন্য হয়,
প্রবল নিম্নচাপের থাপ্পড় খেয়ে
রাতচরা আমিষ ভক্ষকেরা জবুথবু উবু হয়ে
কোটরবিলাসী সোনালি রাতের স্মৃতিচর্বণ করে,
সারাটা রাতের পাখনায় লাগে
অবিশ্বাসীর অকারণ কামড়ের দাগ।
অরণ্যচারী সবুজেরা ভুলবুঝে মিশকালো অন্ধদাগ
চারপাশে ছড়ানো অর্দ্ধভূক্ত সিগারেট
স্মৃতির আধখোলা অ্যালবাম
আর তীক্ষ্ণ জ্বালায় আধপোড়া রাতের দেহ।
স্বাগত প্রিয় রঙিন ক্যানভাস।
উত্তরমুছুনস্বাগত প্রিয় রঙিন ক্যানভাস।
উত্তরমুছুনস্বাগত প্রিয় রঙিন ক্যানভাস।
উত্তরমুছুন